মহাকাশ অভিযান প্রশ্ন ও উত্তর, বাংলা জেনারেল নলেজ, বাংলা কুইজ, মহাকাশ অভিযান ৫৫টি প্রশ্ন এবং উত্তর
প্রঃ মহাকাশ যুগের সূচনা হয় কবে?
উঃ ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
প্রঃ মহাকাশ কাকে বলে?
উঃ বিজ্ঞানীদের মতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যতদূর কাজ করে ততদূর আকাশ তারপরই মহাকাশ।
প্রঃ কীভাবে মহাকাশ যুগের সূচনা?
উঃ রাশিয়া কর্তৃক স্পুটনিক ১ কক্ষপথে স্থাপন করে।
প্রঃ প্রথম মহাকাশ যাত্রী কে?
উঃ লাইকা নামের একটি কুকুর মহাকাশে যায় স্পুটনিক ২-এ।
প্রঃ মানুষ চাঁদ সম্পর্কে প্রথম তথ্য জানতে পারে কবে?
উঃ ১৯৫৩ অক্টোবরে রাশিয়ার লুনা ৩-এর পাঠানাে ছবি থেকে।
প্রঃ মহাকাশে প্রথম মানুষ কে ?
উঃ সােভিয়েত ইউনিয়নের উরি গ্যাগারিন (১৯৬১ সালে ১২ এপ্রিল)।
প্রঃ মহাকাশে প্রথম মহিলা মহাকাশচারী কে ?
উঃ রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ১৯৬৩, ১৬ জুন। পাঁচদিন।
প্রঃ চাদের মাটিতে পা রাখেন প্রথম মানুষ কারা?
উঃ নিল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন, ১৯৬৯ সালে ২১ জুলাই।
প্রঃ অ্যাপেলাে ১১’র যে অংশটি চাঁদে অবতরণ করেছিল তার নাম কী ?
উঃ চার পায়াবিশিষ্ট ‘লুনার মডিয়ুল।
প্রঃ অ্যাপেলাে অভিযানে কতজন আমেরিকান চাদে অবতরণ করেন?
উঃ ১২ জন।
প্রঃ চাদ থেকে কত পরিমাণ মাটি ও পাথর পৃথিবীতে আনা হয়?
উঃ ৩৮০ কিলােগ্রাম মাটি ও পাথর।
প্রঃ মহাশূন্যে মহাকাশযানের সাধারণ গতিবেগ কত?
উঃ সেকেন্ড ৮ কিলোমিটার।
প্রঃ মহাকাশ উড়ান সূত্রের প্রথম উপস্থাপক কে?
উঃ স্যার আইজ্যাক নিউটন (১৬৪২-১৭২০)।
প্রঃ কোন ভারতীয় প্রথম মহাকাশে যান?
উঃ রাকেশ শর্মা ১৯৮৪ সালের ৩ এপ্রিল।
প্রঃ কোন্ মহাকাশযান আকাশে বিচ্ছিন্ন হয়ে আবার মিলিত হয়েছিল?
প্রঃ অ্যাপেলাে – ১০।
প্রঃ শ্পুটনিক কবে মহাকাশে পাঠান হয় ?
উঃ ১৯৫৭ সালের ৪ অক্টোবর।
প্রঃ স্কাইল্যাব কী ?
উঃ মহাকাশ অভিযানে অভিযাত্রীদের পরিক্রমাগত একটি স্টেশন।
প্রঃ মেরিনার ১০ কী ?
উঃ একটি যাত্রাবিহীন তথ্যনুসন্ধানী মহাকাশ যান।
প্রঃ স্পেশ শাটল চ্যালেঞ্জার বাহিত প্রথম মহাকাশযাত্রী কে?
উঃ আমেরিকার স্যালি রাইড ১৯৮৩ সালের ১৮ জুন যাত্রা করেন।
প্রঃ প্রথম নৈশ মহাকাশ যাত্রী কে?
উঃ আমেরিকার গুইয়ন এস ব্লফোর্ড ১৯৮৩ সালের ৩০ আগস্ট।
প্রঃ সূর্যকে প্রদক্ষিণ করতে কৃত্রিম গ্রহ কবে কে পাঠিয়েছিল?
উঃ রাশিয়া ১৯৬৯ সালের ২ জানুয়ারি।
প্রঃ চাদের ভেলা কী ?
উঃ আট পায়াযুক্ত একটি যন্ত্র।
প্রঃ মহাকাশ যাত্রীদের কী বলে?
উঃ কসমােন্যার্ট।
প্রঃ বুধে গ্রহে অবতরণকারী আমেরিকার মনুষ্যবিহীন মহাকাশযান কী?
উঃ মেরিনার-১০।
প্রঃ চাদ থেকে পৃথিবীকে দেখতে কেমন?
উঃ উজ্জ্বল গােলকের মতন।
প্রঃ চাঁদের গায়ে যে জ্বালামুখ আছে তার নাম কী ?
উঃ নিউটন জ্বালামুখ।
প্রঃ চাঁদের আগ্নেয়গিরি জ্বালামুখকে কী বলে?
উঃ মেরিয়া।
প্রঃ নক্ষত্রগুলিকে চাদ থেকে দিনের বেলায়ও দেখা যায় কেন?
উঃ চাদে বায়ুমণ্ডল নেই তাই ।
প্রঃ কারা প্রথম চাঁদে মােটর গাড়ি করে বেড়ান?
উঃ জেমস আরউইন ও ডেভিড স্কট।
প্রঃ চাদের বৃহত্তম খাদ কী ?
উঃ ক্লেভিয়াস।
প্রঃ কবে প্রথম মঙ্গলগ্রহ অভিযান সফল হয় ?
উঃ ১৯৬৪ সালে।
প্রঃ মঙ্গলগ্রহ সফল অভিযানে মহাকাশ যানের নাম কী ছিল?
উঃ মেরিনার-৪।
প্রঃ মঙ্গলগ্রহ কতদিনে একবার সূর্য প্রদক্ষিণ করে?
উঃ ২৩ মাসে।
প্রঃ কতদিন আগে মঙ্গলগ্রহে জল ছিল ?
উঃ ২,০০০০০০০ বছর আগে।
প্রঃ মঙ্গলগ্রহের সবচেয়ে উঁচু বরফে ঢাকা পর্বতের নাম কী ?
উঃ নিক্স অলিম্পিকা।
প্রঃ মঙ্গল গ্রহে কবে-বরফের সংবাদ জানা যায় ?
উঃ ভাইকং-১ মহাকাশযানের মাধ্যমে ১৯৭৫ সালে।
প্রঃ মঙ্গলগ্রহে মহাপ্লাবন, কীভাবে জানা যায় ?
উঃ মহাকাশযান পাথফাইন্ডারের পাঠানাে নানান তথ্যচিত্রে।
প্রঃ মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টি ও কী কী?
উঃ দুটি। (১) ফোবস (২) ডেইমস।
প্রঃ ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে?
উঃ কল্পনা চাওলা।
প্রঃ সােজোর্নার কী ?
উঃ পাথফাইডারে থাকা একটি রােবট যান।
প্রঃ এই রােবট যানটির আয়তন কত ?
উঃ ৩০ সে.মি. লম্বা ১১.৫ কেজি ওজন। যানটির ৬টি চাকা আছে।
প্রঃ পাথফাইন্ডার কবে অভিযান শুরু করে ?
উঃ ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর।
প্রঃ পাথফাইন্ডারের উড়ান গতিবেগ কত ছিল?
উঃ ২০,০০০ কিলােমিটার।
প্রঃ ভারতের প্রথম উপগ্রহ কী?
উঃ আর্যভট্ট।
প্রঃ কবে ভারত প্রথম উপগ্রহ উৎক্ষেপন করে ?
উঃ ১৯৭৫ সালের ১৯ জুলাই।
প্রঃ ISRO কার দ্বারা কখন তৈরি?
উঃ ড. বিক্রম সরাভাই-এর চেষ্টায় ১৯৭৫ সালের ১৯ এপ্রিল।
প্রঃ ইনস্যাট ওয়ান বি কী কাজ করছে ?
উঃ মাস কমিউনিকেশ।টেলি কমিউনিকেশন, আবহাওয়া পর্যবেক্ষণ।
প্রঃ স্পেস স্টেশন কী?
উঃ মহাশূন্যে মানুষের থাকার এবং কাজের জায়গা। পৃথিবীর ৩০০ থেকে ৪৮০ কিমি দূরে মহাকাশে স্পেস স্টেশন স্থাপিত হয়। স্পেস স্টেশন পৃথিবীকে প্রদক্ষিণ করে। এখানে গবেষণার বিপুল সুযােগ সুবিধা থাকে।
প্রঃ স্পেস স্টেশনের সবচেয়ে বড় সফলতা কী ?
উঃ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের কারিগরি কুশলতা বিকাশের উপযুক্ত স্থান। কারণ অভিকর্ষবিহীন অবস্থায় আদর্শ কেলাস (কৃস্টাল) তৈরি সম্ভব অভিকর্ষজনিত কারণে তেলে জলে মিশ খায় না। কিন্তু ভারশূন্য অবস্থায় এখানে তেল ও জলে আদর্শ মিশ্রণ হয়। একাধিক ধাতু গলিয়ে নতুন সংকর ধাতু তৈরি করা, বিশুদ্ধ রাসায়নিক দ্রব্য (ভ্যাকসিন ইত্যাদি), কোষ বিভাজন বা ক্যান্সারের দুরারােগতা হয়তাে দূর করতে সাহায্য করবে এই স্টেশন।