জলভর্তি গ্লাস অদৃশ্য – ম্যাজিক শিক্ষা
ম্যাজিক শিক্ষা জলভর্তি গ্লাস অদৃশ্য, অদ্ভুত জাদু বিদ্যা, জাদু খেলা শিখুন, জলভর্তি গ্লাস অদৃশ্য জাদু খেলা, জলভর্তি গ্লাস অদৃশ্য করার জাদু
জলভর্তি গ্লাস অদৃশ্য
এই ম্যাজিকটি দেখাতে হলে একই মাপের এবং একই রকম আকারের ও এক রকমের দুখানি গ্লাস প্রয়ােজন। এছাড়া একটি রবারের ঢাকনা চাই, যা গেলাসের মুখে এমনভাবে বসানাে যেতে পারে যে, গ্লাসের ভিতরের জল কাৎ করলেও পড়বে না। এছাড়া একখানি রঙিন রেশমের বা সূতার দু’পরদা রুমাল প্রয়ােজন, দু’পরদা রুমাল তৈরী করতে হলে একমাপের এবং এক রং-এর একজোড়া রুমালের মধ্যে গ্লাসের মুখের মাপের মত অথবা একটু বড় একটা রড রিংয়ের মত গােলাকার একটি পিতলের তার ঢুকিয়ে রুমালটির চারপাশে এমনভাবে সেলাই করতে হবে, যেন ভেতরের রিংটি রুমালের মধ্যে থাকে।
খেলা দেখাবার পূর্বে কিছু কারসাজি করে রাখতে হবে। যেমন—ঐ একই মাপের দু’টি গ্লাসের মধ্যে একটি গ্লাসে কিছু খালি রেখে জলভর্তি করে গ্লাসের মুখে ঠিকমত পূর্বোক্ত ছিপিটাকে এরূপে আটকিয়ে দেবে, যেন জল না পড়ে যায় এইরূপ জলভর্তি গ্লাসটি তুমি নিজের বাঁ দিকের পকেটের মধ্যে গুপ্তভাবে রাখবে। পরে ঠিক সেইমত অপর একটি গ্লাস একঘটি জল ও ঐ রুমালটি দর্শকদের কাছে দেখিয়ে এনে গ্লাসটিকে লুকিয়ে রাখা গ্লাসের মাপে জলভর্তি করে দর্শকদের পরীক্ষা করতে দেবে।
এবার তুমি টেবিলের পাশে দাঁড়িয়ে এই শেষােক্ত জলভর্তি গ্লাসটি নিজের কোলের দিকে টেবিলের ধারে রাখবে এবং ঐ রুমালখানা হাতে নিয়ে তার উভয় পিঠ বিস্তীর্ণ করে দর্শকদের দেখাবে যে কিছুমাত্র কৌশল করা নেই। পরে রুমালটির দ্বারা ঐ জলের গ্লাসটি এমনভাবে আচ্ছাদন করবে যেন তার রিংটি ঠিক গ্লাসটির মুখের উপর এসে পড়ে এবং আপনি বাঁ হাত ঐ আচ্ছাদিত গ্লাসটির উপরে রেখে রিংটিকে ধরলে দর্শকেরা ভাববেন যেন গ্লাসটির সঙ্গে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রুমালটি উঁচু করে তুললে রিংটার জন্য ঠিক গ্লাসের মত তা দেখতে লাগবে।
এইসময় ডানহাত উক্ত রুমালের নিচে দিয়ে ঐ গ্লাসটিকে টেবিলের নিচে লুকিয়ে ফেলবে। এদিকে বাঁ হাতে আস্তে আস্তে খুব সাবধানে রুমালটি তুলে দর্শদের দেখাবে,
যেন জল না পড়ে যায় এবং সেই সময় ডানহাত দিয়ে গেলাসটি নামাবে। আপনার দৃষ্টি কেবলমাত্র বাঁহাতের উপর সর্বদা থাকলে দর্শকদের দৃষ্টিও সেদিকেই থাকবে। সুতরাং তুমি ডানহাতে কি করছ, সেদিকে কারও দৃষ্টি থাকবে না।
এইরূপ কল্পিত গেলাসটিকে (কিন্তু বাস্তবিক রিংযুক্ত রুমালখানিকে) টেবিল থেকে উঁচুতে তুলে বেশ সাবধানে
একজন দর্শককে সেই গ্লাস ধরতে বলবে। কোন দর্শক ধরতে আসলে যেমন ঐ ব্যক্তি রুমালের নিচে গ্লাসটিকে ধরতে দিয়ে রুমালের ভেতর হাত ঢােকাবেন, তুমি অমনি তার। বাঁ হাত থেকে রুমালখানি ছেড়ে দেবে কিন্তু ডান হাত দিয়ে তার একটি কোণ ধরে থাকবে। পরে অপর পাশে হাতের সঙ্গে রুমালখানা ঝুলিয়ে রাখবে। দর্শক রুমালের মধ্যে থেকে গেলাস অদৃশ্য হল দেখে আশ্চর্যান্বিত হবেন।