দ্বাদশ শ্রেণিবাংলা

ভাত গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

ভাত গল্পের MCQ প্রশ্ন ও উত্তর, ভাত গল্পের বহুবিকল্পভিওিক প্রশ্নাবলী, ভাত গল্পের ছোট প্রশ্ন এবং উত্তর, ভাত গল্পের প্রশ্ন এবং উত্তর

ভাত গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

[১] “লােকটার চাহনি বড়ো বাড়ির বড়াে বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি। কারণ—
(ক) লােকটা ভালােভাবে কথা বলতে পারে না।
(খ) লােকটার চাহনি উগ্র ও চেহারাটা বুনাে বুনো।
(গ) লােকটা দেখতে খারাপ
(ঘ) লােকটা চোর।

[২] বড়াে বাড়ির বড়া বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি।
বড়াে বউয়ের কী ভালাে লাগেনি?
(ক) লােকটার পরিচ্ছদ
(খ) লােকটার হাসি
(গ) লােকটার চাহনি
(ঘ) লােকটার কথা।

[৩] “আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছােটো।” যার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে হল-
(ক) উৎসব নাইয়া।
(খ) পিং হরিচরণ নাইয়া
(গ) তান্ত্রিক
(ঘ) বুড়াে কর্তা।

[৪] ভাত খাবে কাজ করবে। উদ্ধৃতিটির বক্তা হলেন—
(ক) বামুন ঠাকুর
(খ) বড়াে পিসিমা
(গ) বড় বউ।
(ঘ) বাসিনী।

[৫] “এ সংসারে সবকিছুই চলে বড়াে পিসিমার নিয়মে।” বড়াে পিসিমা সম্পর্কে বড়াে বউয়ের–
(ক) বড়াে পিসিমা।
(খ) পিসি শাশুড়ি
(গ) বড়াে জ্যাঠাইমা
(ঘ) বড়াে ননদ।

[৬] “খুবই অদ্ভুত কথা।”অদ্ভুত কথাটি হল–
(ক) বড়াে বাড়ির সবকিছুই বড়াে পিসিমার নিয়মে চলে
(খ) বড়াে বাড়িতে একটা শিব মন্দিরও আছে।
(গ) বড়াে কর্তা দূরদর্শী লােক ছিলেন।
(ঘ) বড়াে পিসিমার বিয়ে হয়নি।

[৭]  অমন বােলােকহয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। কারণ—
(ক) কর্তা মহাশয়কে দেখার জন্য।
(খ) বিয়েতে অনিচ্ছার জন্য
(গ) সংসার ঠেলবার জন্য
(ঘ) দেবতার সেবা করার জন্য।

[৮] বুড়াে কর্তা সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল। কারণ—
(ক) বুড়াে কর্তার বয়স হয়ে গিয়েছিল
(খ) বুড়াে কর্তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল।
(গ) বুড়াে কর্তার বউ মারা গিয়েছিল
(ঘ) বুড়াে কর্তার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল।

[৯] বড়াে বাড়িতে শিব মন্দিরও আছে’—বড়ো বাড়িতে কতগুলি শিবমন্দির আছে?
(খ) দুটো।
(গ) তিনটে
(ঘ) অনেকগুলি।

[১০] “বুড়াে কর্তা এ রাস্তার সবগুলাে বাড়িই শিব-মহেশ্বর-ত্রিলােচন। -উমাপতি, এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন।” কারণ-
(ক) তিনি ঈশ্বরভক্ত ছিলেন
(খ) তিনি শৈব ছিলেন
(গ) তিনি সমাজসেবক ছিলেন।
(ঘ) তিনি দুরদর্শী লােক ছিলেন।

[১১] “দূরদর্শী লােক ছিলেন।” যার সম্পর্কে এ কথা বলা হয়েছে সে হল-
(ক) বড়াে কর্তা।
(খ) বড়াে পিসিমা
(গ) সতীশবাবু,
(ঘ) বড়াে বউ।

[১২] “আমাদের বাসিনীর কে হয়। সেই ডেকে আনলে।”—বাসিনী উচ্ছবকে ডেকে এনেছিল কারণ—
(ক) ঝড়জলে লােকটির দেশ ভেসে গেছে
(খ) লােকটি খুব কাজের
(গ) লােকটি খুব গরিব।
(ঘ) লােকটি বাসিনীর আত্মীয়।

[১৩] ময়ূরছাড়া কার্তিক আসবে নাকি?” উক্তিটির বক্তা–
(ক) বাসিনী।
(খ) বড়াে পিসিমা
(গ) বড়াে বউ
(ঘ) মেজো বউ।

[১৪] ময়ুরছাড়া কার্তিক আসবে নাকি?” কার প্রসঙ্গে এই উক্তি?
(ক) বুড়াে কর্তা
(গ) মহানাম শতপতি
(ঘ) উচ্ছব নাইয়া।
(খ) সেজ ছেলে

[১৫] তােমার শ্বশুরই মরতে বসেচে বাছা। –এখানে কার শ্বশুরের‌ কথা বলা হয়েছে ?
(ক) বড়াে পিসিমার
(খ) বাসিনীর
(গ) বড়ো বউয়ের।
(ঘ) উচ্ছবের বউয়ের।

[১৬] “তােমার শশুরই মরতে বসেচে বাছা।”—কারণ
(ক) তার অনেক বয়স হয়েছে।
(খ) তার লিভার ক্যানসার হয়েছে।
(গ) পেটের অসুখ হয়েছে।
(ঘ) তার হার্টের অসুখ হয়েছে।

[১৭] “সে জন্যই হােম-যজ্ঞি হচ্ছে।” এই হােম-যজ্ঞি হচ্ছে-
(ক) শশুরের জন্য
(খ) উচ্ছবের জন্য
(গ) চমুনীর মার জন্য।
(ঘ) চমুনীর জন্য।


[১৮] বড়াে বাড়িতে হােম-যজ্ঞি করছে-
(ক) মেজো বউ
(খ) তান্ত্রিক
(গ) মহানাম শতপতি
(ঘ) উচ্ছব।

[১৯] তার শ্বশুরই মরতে বসেছেন।” শ্বশুরের বয়স হয়েছিল
(ক) ৭২ বছর।
(খ) ৮২ বছর।
(গ) ৮৩ বছর।
(ঘ) ৯২ বছর।

READ ALSO  গঙ্গাস্তোত্রম্ - দ্বাদশ শ্রেণী (Sanskrit HS)

[২০] শ্বশুরের ক্যানসার হয়েছিল-
(ক) লিভারে
(খ) কিডনিতে
(গ) রক্তে
(ঘ) হাতে।

[২১] তাই বড়াে বউ জানত না। বড়াে বউ জানত না যে বিষয়টি তা হল-
(ক) পিসিমা অবিবাহিত
(খ) উৎসব নাইয়া কাজ করার উদ্দেশ্যে এসেছে।
(গ) বাড়িতে হােম-যন্ত্র হচ্ছে।
(ঘ) লিভারে ক্যানসার হয়।

[২২] মেজো বউ কোথায় বসে বিভিন্ন ধরনের মাছের পদ রান্না করছে ?
(ক) পুকুর পাড়ে
(খ) মাঠের ধারে।
(গ) উনান পাড়ে
(ঘ) রাস্তার ধারে।

[২৩] “সেই জন্যেই তাদের চাকরি করা হয়ে ওঠেনি।”বড়াে বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি। কারণ-
(ক) তারা বেলা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না
(খ) তারা খুব অলস
(গ) তারা খুব স্বাধীনচেতা
(ঘ) তারা বিদেশে থাকে

[২৪] “…দেবত্র বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কে?”—তাদের ক-টি দেবত্র বাড়ি ছিল?
(ক) ১৫টি
(খ) ১৬টি
(গ) ১৭টি
(ঘ) ১৮টি।

[২৫] আজ এই যজ্ঞি-হােমহচ্ছে।’বড়াে বাড়িতে হােম-যজ্ঞিহচ্ছে। কারণ-
(ক) শিবের সঙ্গে পিসিমার বিয়ে হচ্ছে
(খ) কর্তা মহাশয়কে ডাক্তার জবাব দিয়েছে
(গ) মেজোছেলে বিলেত থেকে ফিরছে
(ঘ) উচ্ছবের বউ-ছেলেমেয়ে অপঘাতে মারা গেছে।

[২৬] বড়াে বাড়িতে যজ্ঞি-হােম করার জন্য তান্ত্রিক এনেছেন-
(ক) বড়ো বউয়ের বাবা।
(খ) মেজো বউয়ের বাবা।
(গ) সেজো বউয়ের বাবা।
(ঘ) ছােটো বউয়ের বাবা।

[২৭] কালাে বিড়ালের লােম আনতে গেছে–
(ক) তান্ত্রিক
(খ) উচ্ছব
(গ) ভজন চাকর।
(ঘ) মহানাম শতপতি।

[২৮] “জেলে ফেলে কত রকম চাল থরে থরে সাজানাে আছে।” কারণ-
(ক) এদের ক্যানিং থেকে চাল আসে।
(খ) এদের বিলেত থেকে চাল আসে
(গ) এদের বান্দা থেকে চাল আসে।
(ঘ) এরা চাল কিনে আনে।

[২৯] আজ খাওয়া-দাওয়া ঝপ করে সারতে হবে’ কারণ—
(ক) বাড়িতে অনুষ্ঠান আছে
(খ) বডােকর্তার শরীর ভালাে নেই
(গ) ছেলেরা বিলেত থেকে ফিরবে
(ঘ) তান্ত্রিক হােমে বসবে।

[৩০] বড়াে বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন্ চালের ভাত খাওয়া হয় ?
(ক) রামশাল
(খ) কনকপানি
(গ) পদ্মজালি।
(ঘ) ঝিঙেশাল।

[৩১] বড়াে বাড়িতে মাছের সঙ্গে কোন্ চালের ভাত খাওয়া হয় ?
(ক) ঝিঙেশাল
(খ) রামশাল
(গ) কনকপানি
(ঘ) পদ্মজালি।।

[৩২] বড়ো বাবু কোন্ চাল ছাড়া খান না?
(ক) কনকপানি
(খ) পদ্মজালি
(গ) ঝিঙেশাল
(ঘ) রামশাল।

[৩৩] বড়াে বাড়িতে মেজো আর ছােটো ছেলের জন্য বারােমাস কোন্ চাল রান্না হয় ?
(ক) ঝিঙেশাল
(খ) রামশাল।
(গ) পদ্মজালি
(ঘ) কনকপানি।

[৩৪] বামুন চাকর-ঝিদের জন্য কোন চাল হয় ?
(ক) কনকপানি
(খ) মােটা-সাটা
(গ) পদ্মজালি।
(ঘ) রামশাল।

[৩৫] “চোখ ঠিকরে বেরিয়ে আসে তার।” বাদার লােকটার চোখ ঠিকরে বেরিয়ে আসে, কারণ-
(ক) নানাবিধ চাল দেখে
(খ) বড়াে বাড়ি দেখে
(গ) যজ্ঞের আয়ােজন দেখে
(ঘ) পিসিমার কথা শুনে।

[৩৬] “এক মুষ্টি চাইল দে।”—উক্তিটি কে কাকে করেছে?
(ক) বড়ো পিসিমা বড় বউকে
(খ) বড়াে পিসিমা বাসিনীকে
(গ) বাসিনী উৎসবকে
(ঘ) উৎসব বাসিনীকে।

[৩৭] “আগে চাট্টি খেতে দে”—এই উক্তি করা হয়েছে?
(ক) বড়াে বাড়ির লােকেদের সম্পর্কে
(খ) বাসিনীদের সম্পর্কে
(গ) সতীশবাবুদের সম্পর্কে
(ঘ) মন্দিরের চাতালে বসে থাকা ছেলেদের সম্পর্কে।

[৩৮] “যত দিন রান্না খিচুড়ি দেয়া হচ্ছিল ততদিন সে খেতে
পারেনি।” উচ্ছব রান্না খিচুড়ি খেতে পারেনি কারণ—
(ক) সে কাঠ কাটছিল
(খ) সে কলকাতা গিয়েছিল
(গ) সে বউ-ছেলেমেয়েকে খুঁজছিল।
(ঘ) সে সতীশবাবুর কাছে ছিল।

[৩৯] “গ্রামের লােকজন বলে, মরেচে যারা তাদের ছরাদ্দ কত্তে হয়। গ্রামের লােকজন মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ করার জন্য খবর দেয়—
(ক) উচ্ছবকে
(খ) তান্ত্রিককে
(গ) মহানাম শতপতিকে
(ঘ) সাধনকে।

READ ALSO  নৌবিদ্রোহ, ১৯৪৬ খ্রি. (Royal Indian Navy Revolt, 1946)

[৪০] “তার বােন আর ভাজ কলকাতা যাচ্ছিল।’—এখানে যার কথা বলা হয়ছে, সে হল-
(ক) বড়াে বউয়ের
(খ) মেজো বউয়ের
(গ) ছােটো বউয়ের।
(ঘ) বাসিনীর

[৪১] “তা দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল।”—কারণ
(ক) বৈশাখ মাসে ধান খড় হয়ে গেল।
(খ) শ্রাবণ মাসে ধান খড় হয়ে গেল।
(গ) পৌষ মাসে ধান খড় হয়ে গেল
(ঘ) কার্তিক মাসে ধান খড় হয়ে গেল।

[৪২] উচ্ছব কার কাছে কাজ করেই ক-মাস বেচে থাকে?
(ক) মহানাম শতপতি
(খ) বড়াে পিসিমা
(গ) সতীশবাবু।
(ঘ) সাধনবাবু।

[৪৩] “অ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাঁদিস কেন ?” এ কথা বলেছিল-
(ক) বড়াে কর্তা
(খ) সতীশবাবু
(গ) বামুন ঠাকুর
(ঘ) সাধনবাবু।

[৪৪] খেতে খেতে চন্নুনীর মা বলেছিল’–
(ক) দেবতার গতিক ভালাে
(খ) দেবতা প্রসন্ন হয়েছেন
(গ) দেবতার গতিক হয়েছেন।
(ঘ) দেবতার গতিক ভালাে নয়কো।

[৪৫] উচ্ছবের বুকে শত হাতির বল থাকত আজ। উচ্ছবের বুকে শত হাতির বল থাকার কারণ—
(ক) যদি চরুনীরা মারা না যেত।
(খ) যদি উচ্ছব কলকাতায় আসত
(গ) যদি উচ্ছব পেট ভরে খেতে পেত।
(ঘ) যদি সতীশবাবুর ধান খড়ে পরিণত না হয়ে যেত।

[৪৬] পিসিম বলেন, ‘ভাত নামলেও খাওয়া নেই এক। কাল
(ক) অনেক রান্না তখনও হয়নি
(খ) বড় বউ ওপর থেকে নামেনি
(গ) সেজো ছেলে বাড়ি ফিরলে তারপর খাওয়া হবে।
(ঘ) তান্ত্রিকের নতুন বিধান হােমের পরে খাওয়া হবে।

[৪৭] বড়োকর্তার শ্রাদ্ধের জন্য প্রত্যেকটি কাঠ কত কথা হবে?
(ক) আড়াই হাত
(খ) তিন হাত
(গ) দেড় হাত।
(ঘ) দুই হাত।

[৪৮] কিন্তু সাগরে শিশির পড়ে।” উপমাটি প্রযুক্ত হয়েছে-
(ক) খালি পেটে ভাত খাওয়ার সঙ্গে
(খ) খালি পেটে জল খাওয়ার সঙ্গে
(গ) খালি পেটে ছাতু খাওয়ার সঙ্গে
(ঘ) খালি পেটে মুড়ি খাওয়ার সঙ্গে।

[৪৯] উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়। কারণ—
(ক) কাঠ কাটলে হােম, হােম হলে ভাত খাবে।
(খ) কর্তার অবস্থা ভালাে নয়।
(গ) পিসিমা রাগ করবেন।
(ঘ) কাঠ কাটা শেষ করে ছাতু খেতে যাবে।

[৫০] ‘মহানাম শতপতি তো এল না। উৎসবের গ্রামের লোকেল মহানাম শতপতিকে খবর দেয়া, কারণ–
(ক) গ্রামে অনুষ্ঠান চলছিল
(খ) গ্রামে নির্ভুই উৎসবের বাড়িঘর ভেসে যায়
(গ) কর্তামশায়ের শ্রাদ্ধ করতে হবে।
(ঘ) গ্রামের যারা অপঘাতে মারা গেছে তাদের শ্রদ্ধ সারতে

[৫১] “উচ্ছব কালীঘাটে ছরাদ্দ সারবে।” উৎসব কালীঘাটে শ্রাদ্ধ সারবে, কারণ-
(ক) তার বউ-ছেলেমেয়ে অপঘাতে মরেছে।
(খ) বড়াে কর্তা মারা গেছেন।
(গ) গ্রামের লােকেদের জন্য
(ঘ) তার বাবা মারা গেছে।

[৫২] “সতীশবাবু বলছে, উচ্ছবের মতিচ্ছন্ন হয়েছে বই তো না।” কারণ-
(ক) সে পাগল হয়ে গেছে।
(খ) সে কলকাতা গেছে
(গ) সে ভাত ভাত করছে।
(ঘ) সে টিনের কৌটোখুঁজছে।

[৫৩] সেই হতেই তাে উচ্ছবের আধ-পেটা সিকি-পেটা উসের
শুরু।’—কখন থেকে উচ্ছৰেৱ উপাসের শুরু?
(ক) যবে উছব কলকাতায় এসেছে
(খ) যবে উচ্ছবের স্ত্রী-সন্তানের মৃত্যু ঘটল।
(গ) যবে পোকায় ধান নষ্ট হল।
(ঘ) যবে বড়ো কর্তা মারা গেলেন।

[৫৪] উচ্ছবও প্রেত হয়ে আছে। উচ্ছব প্রেত হয়ে আছে, কারণ—
(ক) তার বউ মারা গেছে।
(খ) তার পেটে ভাত নেই
(গ) তার ঘর ভেসে গেছে।
(ঘ) তার ভাতের ডেকচি চুরি হয়েছে।

[৫৫] “ভাত খেলে সে মানুষ হবে।”একথাকার সম্পর্কেবলা হয়েছে?
(ক) সতীশবাবু
(খ) সাধনবাবু
(গ) উচ্ছব।
(ঘ) হরিহর।

[৫৬] মানুষ থাকলে ও ঠিকই বুঝত যে’—মানুষ থাকলে উৎসব কী বুঝত?
(ক) জলের টানে মানুষ ভেসে গেছে।
(খ) বড় বাড়িতে যজ্ঞের আয়ােজন চলছে।
(গ) বড়াে পিসিমা অবিবাহিত
(ঘ) বড়াে বাড়িতে উৎসব ভাত খেতে পাবে।

READ ALSO  উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন (প্রথম অধ্যায়) প্রশ্নোত্তর সাজেশন 2022

[৫৭] ‘দেহেক্ষমতা ছিল না।’—দেহে ক্ষমতা না থাকা সত্ত্বেও উৎসব আড়াই মন কাঠ কেটেছে-
(ক) লবণের আশায়।
(খ) জলের আশায়
(গ) চালের আশায়।
(ঘ) ভাতের আশায়।

[৫৮] ‘একন চান করব নে।’—উৎসব তখন চান করতে চায়নি কারণ—
(ক) অবেলায় চান করলে শরীর খারাপ হবে।
(খ) সমস্ত কাজ সেরে তবেই সে স্নান করবে।
(গ) মাথায় জল ঢাললেই পেট মানতে চায় না।
(ঘ) কর্তা মশায়ের দাহকার্যের পরই সে স্নান করবে বলে।

[৫৯] ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব কী করবে?
(ক) বাদাটা খুঁজে বের করবে
(খ) বড়াে বাড়ির ভাড়ার ঘর খুঁজে বের করবে
(গ) বড়াে বাড়ির ধনসম্পদ খুঁজে বের করবে।
(ঘ) শিবমন্দিরটা খুঁজে বের করবে।

[৬০] মন্দিরের চাতালে তাস পেটে
(ক) চারটি ছেলে।
(খ) তিনটি ছেলে।
(গ) দুটি ছেলে
(ঘ) একটি ছেলে।

[৬১] ‘অন্ন লক্ষ্মী’—এ কথা বলত-
(ক) উৎসবের পিসিমা
(খ) উৎসবের মাসিমা
(গ) উৎসবের ঠাগমা।
(ঘ) উৎসবের দিদিমা।

[৬২] বুড়াে কওা মরল যে বয়সে-
(ক) একাশিতে
(খ) আটানব্বইতে
(গ) বিরানব্বইতে।
(ঘ) বিরাশিতে।

[৬৩] বুড়াে কর্তার কত বছর বাঁচার কথা ছিল ?
(ক) ৮২ বছর।
(খ) ৮৪ বছর।
(গ) ৯০ বছর।
(ঘ) ৯৮ বছর।

[৬৪] “রাতে রাতে কাজ সারতে হবে।” কর্তার কাজ রাতে রাতে সারতে হবে, কারণ-
(ক) নইলে শবদেহে পচন ধরবে।
(খ) নইলে বাধা আসবে।
(গ) নইলে দোষ লাগবে।
(ঘ) নইলে শববাহকদের পাওয়া যাবে না।

[৬৫] “হােম যজ্ঞ করেও বুড়াে কত্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুষ্ঠিত দেখা যায় না।” তান্ত্রিকের মতে হােমযুক্তি করেও কর্তামশায়কে বাঁচানাে গেল না, কারণ—
(ক) তিন ছেলে হােম ছেড়ে উঠে যায়।
(খ) হােমের আগেই সবাই ‘ভাত খায়
(গ) হােমের কাঠগুলাে মাপ অনুসারে কাটা হয়নি।
(ঘ) হােমের সময় উৎসব ঘুমিয়ে পড়ে।

[৬৬] রাস্তার দোকান থেকে চা আসতে থাকে, কারণ—
(ক) বাড়িতে চায়ের ব্যবস্থা নেই
(খ) বাড়ির উনুনই জ্বলবে না।
(গ) বাড়িতে সবাই কাজে ব্যস্ত
(ঘ) বাড়িতে চা করার মতাে কেউ নেই।

[৬৭] বাড়ির উনুনই জ্বলবে না।”—কারণ
(ক) বড়াে বউ সন্তান প্রসব করেছেন।
(খ) বড়াে কর্তার মৃত্যু হয়েছে
(গ) সেদিন অরন্ধন উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
(ঘ) বাড়িতে সেদিন জ্বালানির আয়ােজন ছিল না।

[৬৮] “বড়াে পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা।” এ কথা বলার কারণ-
(ক) খাবার নষ্ট হয়ে গেছে।
(খ) হােমের এটাই নিয়ম।
(গ) কর্তা মারা গেছেন
(ঘ) কুকুরে মুখ দিয়েছে।

[৬৯] “মােটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দে আসি।” উৎসব ভাতের বড়াে ডেকচি নিয়ে দৌড় মারে, কারণ-
(ক) সে প্রাণভরে ভাত খাবে।
(খ) রাস্তায় ভাতগুলাে ফেলবে
(গ) সে বাসিনীকে দেবে না
(ঘ) সে ভাত বাড়ি নিয়ে যাবে।

[৭০] সে স্বর্গ সুখ পায়’—উৎসব স্বর্গ সুখ পায়—
(ক) ধনের স্পর্শে
(গ) সন্তানের স্পর্শে।
(ঘ) জলের স্পর্শে।
(খ) ভাতের স্পর্শে

[৭১] সকালে লােকজন উচ্ছবকে সেখানেই ধরে ফেলে।কারণ—
(ক) সে কাজ শেষ না করে চলে এসেছে।
(খ) সে পেতলের ডেকচি চুরি করেছিল
(গ) সে সােনার গহনা চুরি করেছিল
(ঘ) সে গত রাতে শহরে চুরি করতে গিয়েছিল।

[৭২] “আসল বাদাটার খোজ করা হয় না আর উচ্ছবের।”কারণ-
(ক) সে বাদা থেকে চলে আসে।
(খ) সে বড়াে বাড়িতেই থেকে যায়
(গ) তাকে থানায় নিয়ে যাওয়া হয়
(ঘ) সে বাদার রাস্তা ভুলে যায়।

কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন এবং উত্তর (Question and Answer). HS

কর্তার ভূত (রবীন্দ্রনাথ ঠাকুর) ছোট গল্প

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP Radio
WP Radio
OFFLINE LIVE