Happy New YearWishes
Happy New Year Bangla SMS 2022
New Year SMS Bangla, Happy New Year 2022 Bangla Wish, Happy New Year Bangla Wishes 2022, New Year SMS In Bengali
- নতুন বছর দিচ্ছে উঁকি,আর মাত্র
কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাকে বলে রাখি।
অগ্রীম Happy New Year।
- Today দুঃখ ভোলার দিন,
Today মন হবে যে রঙিন,
Today প্রান খুলে শুধু গান হবে,
Today সুখ হবে সীমাহীন।
তার ১টিই কারন –
Today বছরের ১ম দিন।
Happy New Year
- সুখের স্মৃতি রেখ মনে,
দুঃখের স্মৃতি যেও ভুলে,
মিশে থেকো আপন জনে ,
মান অভিমান সব ভুলে,
আশার প্রদীপ রেখো জেলে,
হাজার তারা তোমার নয়নে,
সবাই মিলে থেকো সুখে।
Happy New Year
- এক,দুই,তিন নতুন বছরের শুভেচ্ছা নিন।
চার, পাঁট, ছয়, কারও SMS Copy করে নয়।
সাত,আট,নয়, হাজার হাজার বছর
যেন সুখ শান্তির মতো উল্লাস রয়।
Happy New Year !!
- ==শুভেচ্ছা নিও ==
দুঃখ গুলো ঝেড়ে ফেলো,
নতুন কিছু স্বপ্ন গড়ো
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু বন্ধু ভালোবাসা।
++Happy New Year++
- নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রঃধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে
আমার মনের কথা পাঠালাম
Happy New Year !!!
- নতুন আলো নতুন ভোর,
আসল বছর কাটল প্রহর।
অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ !!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই,
Happy New Year এর প্রীতি ।
—Happy New Year —
- কল্পনা সাজাও রঙের মেলায়,
লাইফ ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চল মাটির টানে,
নিত্য সুরে নিত্য গানে।
নিত্য আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাচার মানে।
সবাই কে নতুন বছরের –
অনেক অনেক শুভেচ্ছা।
- নতুন আশা নতুন প্রান ,
নতুন সুরে নতুন গান ।
নতুন জীবনের নতুন আলো ,
নতুন বছর কাটুক ভালো ।
++Happy New Year++
- বাউল গানের সান্ধ্য তালে,
নতুন বছর এসেছে ঘুরে ,
উদাসী হাওয়ার সুরে সুরে,
রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
হ্যাপি নিউ ইয়ার দোস্ত ।।
- নতুন বছর নতুন ভাবে,
নিত্য সাঁজে নিত্য কাজে ,
নযা আনন্দে, নযা ভালোবাসায়,
নতুন সম্ভাবনায়,
ছুঁয়ে যাক তোমার হৃদয়
Happy New Year!!
- আসছে নতুন বছর,
সবাইকে জানাই সুখবর ,
সবার মনে আনন্দ,
তবে কেন মুখ বন্ধ ,
জোরে জোরে বলা দরকার,
Happy New Year
- বছর শেশের ঝরা পাতা, বললো উড়ে এসে ।
১টি বছর পেরিয়ে গেলো, হাওয়ার সাথে ভেসে ।
নয়া বছর আসছে তাকে, যত্ন করে রেখো ।
কল্পনা গুলো সত্যি করে, ভীষণ ভালো থেকো ।
Happy New Year !!
- ১টি নতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন !
১ মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি !
আর কিছু স্বপ্নিল সৃষ্টি .
এই নিয়ে শুরু হোক .
তোমার আগামির দিন !
!!Happy New Year!!
- নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক ,
তোমার আনন্দময় লাইফ ,
পাখিদের আনন্দ কলতানে ।
জানাই বন্ধু তোমায় !!
!!Happy New Year!!
- নতুন দিনের নতুন আলো,
দূরে নিয়ে যাক নিকষ কালো ।
নতুন সূর্য নতুন প্রানে,
বাজাও বাধ্য জীবন গানে ।
কাটুক আঁধার আলোর টানে,
মেতে উঠুক মন নতুন প্রানে ।
Happy New Year
- উদিত রবির ১ম আলো,
দূর করবে সকল কালো ।
মাতবে মন আনন্দ ধারায়,
সবাই হবে বাঁধন হারা ।
দিনটি হোক তোমার তরে,
মন ভরে উঠুক খুশীর জোরে ।
Happy New Year দোস্ত !!
- নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে
লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
নতুন বছর সাজাও তুমি নিজের মত করে।
Happy New Year !!
- মুছে দিতে সকল গ্লানি,
নতুন বছর আসছে জানি।
সুখি ছিলে সুখি হও।
আর শুভ হোক তোমার নতুন বছর ,
Happy New Year !!
- প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে মোরে
আরো আরো আরো দাও প্রাণ তব ভুবনে,
তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান।
Happy New Year
- নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে।
লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
নিত্য বছর সাজাও তুমি নিজের মত করে।
!!Happy New Year!!
- বছর শেষ হওয়ার আগে আমি ,
আমার লাইফের সেই সমস্ত ,
মানুষদের ধন্যবাদ দিতে চাই ,
যারা আমায় ভালোবেসেছে,
আগলে রেখেছে, সব বিপদ থেকে ,
আমায় দূরে থাকতে সাহায্য করেছে !!
Happy New Year !!
- সৃষ্টিকর্তা তোমায় চিরকাল সুখে রাখুক।
আগামী সবকটি বছর যেন ,
তোমায় দুহাত ভরে দেয়।
Happy New Year
- নতুন বছরে দূর হোক ,
সব জাতপাতের ভেদাভেদ।
ধর্মাধর্মের বিভেদ।
সুখী হোক সকল দুনিয়াবাসী।
Happy New Year !!
- ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে,
Happy New Year !!
- মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
Happy New Year!!
- মনে আসুক বসন্ত,
সুখ হোক অনন্ত!
স্বপ্ন হোক জীবন্ত,
আর নতুন বছরের ,
আনন্দ হোক অফুরন্ত!!!!!
Happy New Year!!
- ঝরা পাতার মত ঝরে যাচ্ছে তো কি হয়েছে?
বাকি তো ঠিক আছে,
আর ঝরে গিয়ে নতুন পাতা আসছে ,
পুরোনো বছরকে আজ বিদায় দাও ,
নতুন বছর কে স্বাগত জানাও।
Happy New Year!!
50 Best Happy Birthday Wishes & Quotes 2021