Happy New YearWishes

Happy New Year Bangla SMS 2022

New Year SMS Bangla, Happy New Year 2022 Bangla Wish, Happy New Year Bangla Wishes 2022, New Year SMS In Bengali

Happy New Year 2022
  • নতুন বছর দিচ্ছে উঁকি,আর মাত্র
    কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ছে পাখি,
    বন্ধু তোমাকে বলে রাখি।
    অগ্রীম Happy New Year।
  • Today দুঃখ ভোলার দিন,
    Today মন হবে যে রঙিন,
    Today প্রান খুলে শুধু গান হবে,
    Today সুখ হবে সীমাহীন।
    তার ১টিই কারন –
    Today বছরের ১ম দিন।
    Happy New Year
  • সুখের স্মৃতি রেখ মনে,
    দুঃখের স্মৃতি যেও ভুলে,
    মিশে থেকো আপন জনে ,
    মান অভিমান সব ভুলে,
    আশার প্রদীপ রেখো জেলে,
    হাজার তারা তোমার নয়নে,
    সবাই মিলে থেকো সুখে।
    Happy New Year
  • এক,দুই,তিন নতুন বছরের শুভেচ্ছা নিন।
    চার, পাঁট, ছয়, কারও SMS Copy করে নয়।
    সাত,আট,নয়, হাজার হাজার বছর
    যেন সুখ শান্তির মতো উল্লাস রয়।
    Happy New Year !!
  • ==শুভেচ্ছা নিও ==
    দুঃখ গুলো ঝেড়ে ফেলো,
    নতুন কিছু স্বপ্ন গড়ো
    নতুন বছর নতুন আশা,
    রইলো কিছু বন্ধু ভালোবাসা।
    ++Happy New Year++
  • নীল আকাশের খামে ভরে,
    সাদা মেঘের কাগজে করে,
    রঃধনুর রঙে লিখে,
    দখিনা বাতাস কে দিয়ে
    আমার মনের কথা পাঠালাম
    Happy New Year !!!
  • নতুন আলো নতুন ভোর,
    আসল বছর কাটল প্রহর।
    অতীতের হলো মরণ , নতুন কে কর বরণ !!
    পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
    তোমাকে জানাই,
    Happy New Year এর প্রীতি ।
    —Happy New Year —
  • কল্পনা সাজাও রঙের মেলায়,
    লাইফ ভাষাও রঙিন ভেলায়।
    ফিরে চল মাটির টানে,
    নিত্য সুরে নিত্য গানে।
    নিত্য আশা জাগাও প্রানে,
    খুঁজে নাও বাচার মানে।
    সবাই কে নতুন বছরের –
    অনেক অনেক শুভেচ্ছা।
  • নতুন আশা নতুন প্রান ,
    নতুন সুরে নতুন গান ।
    নতুন জীবনের নতুন আলো ,
    নতুন বছর কাটুক ভালো ।
    ++Happy New Year++
  • বাউল গানের সান্ধ্য তালে,
    নতুন বছর এসেছে ঘুরে ,
    উদাসী হাওয়ার সুরে সুরে,
    রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
    হ্যাপি নিউ ইয়ার দোস্ত ।।
  • নতুন বছর নতুন ভাবে,
    নিত্য সাঁজে নিত্য কাজে ,
    নযা আনন্দে, নযা ভালোবাসায়,
    নতুন সম্ভাবনায়,
    ছুঁয়ে যাক তোমার হৃদয়
    Happy New Year!!
  • আসছে নতুন বছর,
    সবাইকে জানাই সুখবর ,
    সবার মনে আনন্দ,
    তবে কেন মুখ বন্ধ ,
    জোরে জোরে বলা দরকার,
    Happy New Year
  • বছর শেশের ঝরা পাতা, বললো উড়ে এসে ।
    ১টি বছর পেরিয়ে গেলো, হাওয়ার সাথে ভেসে ।
    নয়া বছর আসছে তাকে, ‍যত্ন করে রেখো ।
    কল্পনা গুলো সত্যি করে, ভীষণ ভালো থেকো ।
    Happy New Year !!
  • ১টি নতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন !
    ১ মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি !
    আর কিছু স্বপ্নিল সৃষ্টি .
    এই নিয়ে শুরু হোক .
    তোমার আগামির দিন !
    !!Happy New Year!!
  • নতুন বছরের পূর্ণ প্রভাতে ভরে উঠুক ,
    তোমার আনন্দময় লাইফ ,
    পাখিদের আনন্দ কলতানে ।
    জানাই বন্ধু তোমায় !!
    !!Happy New Year!!
  • নতুন দিনের নতুন আলো,
    দূরে নিয়ে যাক নিকষ কালো ।
    নতুন সূর্য নতুন প্রানে,
    বাজাও বাধ্য জীবন গানে ।
    কাটুক আঁধার আলোর টানে,
    মেতে উঠুক মন নতুন প্রানে ।
    Happy New Year
  • উদিত রবির ১ম আলো,
    দূর করবে সকল কালো ।
    মাতবে মন আনন্দ ধারায়,
    সবাই হবে বাঁধন হারা ।
    দিনটি হোক তোমার তরে,
    মন ভরে উঠুক খুশীর জোরে ।
    Happy New Year দোস্ত !!
  • নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে
    লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
    নতুন বছর সাজাও তুমি নিজের মত করে।
    Happy New Year !!
  • মুছে দিতে সকল গ্লানি,
    নতুন বছর আসছে জানি।
    সুখি ছিলে সুখি হও।
    আর শুভ হোক তোমার নতুন বছর ,
    Happy New Year !!
  • প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে মোরে
    আরো আরো আরো দাও প্রাণ তব ভুবনে,
    তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান।
    Happy New Year
  • নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দুর হয়ে।
    লাইফ হোক সুন্দর, অতিত জাও ভুলে।
    নিত্য বছর সাজাও তুমি নিজের মত করে।
    !!Happy New Year!!
  • বছর শেষ হওয়ার আগে আমি ,
    আমার লাইফের সেই সমস্ত ,
    মানুষদের ধন্যবাদ দিতে চাই ,
    যারা আমায় ভালোবেসেছে,
    আগলে রেখেছে, সব বিপদ থেকে ,
    আমায় দূরে থাকতে সাহায্য করেছে !!
    Happy New Year !!
  • সৃষ্টিকর্তা তোমায় চিরকাল সুখে রাখুক।
    আগামী সবকটি বছর যেন ,
    তোমায় দুহাত ভরে দেয়।
    Happy New Year
  • নতুন বছরে দূর হোক ,
    সব জাতপাতের ভেদাভেদ।
    ধর্মাধর্মের বিভেদ।
    সুখী হোক সকল দুনিয়াবাসী।
    Happy New Year !!
  • ফুল ফুটেছে বনে বনে,
    ভাবছি তোমায় মনে মনে,
    বলছি তোমায় কানে কানে,
    Happy New Year !!
  • মিস্টি হাসি, দুষ্টু চোখ।
    সবার সপ্ন সত্যি হোক।
    জানাই সবাই কে আরেক বার
    Happy New Year!!
  • মনে আসুক বসন্ত,
    সুখ হোক অনন্ত!
    স্বপ্ন হোক জীবন্ত,
    আর নতুন বছরের ,
    আনন্দ হোক অফুরন্ত!!!!!
    Happy New Year!!
  • ঝরা পাতার মত ঝরে যাচ্ছে তো কি হয়েছে?
    বাকি তো ঠিক আছে,
    আর ঝরে গিয়ে নতুন পাতা আসছে ,
    পুরোনো বছরকে আজ বিদায় দাও ,
    নতুন বছর কে স্বাগত জানাও।
    Happy New Year!!
READ ALSO  100 Happy Teachers Day Wishes and Quotes

50 Best Happy Birthday Wishes & Quotes 2021

110 Funny Quotes That Will Make You Smile!

50 Most Popular CID Jokes n Shayari In Hindi

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP Radio
WP Radio
OFFLINE LIVE