দ্বাদশ শ্রেণিবাংলা

আমি দেখি কবিতার MCQ – উচ্চ মাধ্যমিক বাংলা

আমি দেখি কবিতার MCQ, আমি দেখি সঠিক উত্তর নির্বাচন করো, আমি দেখি কবিতা প্রশ্ন ও উত্তর, উচ্চ মাধ্যমিক বাংলা

[১] গাছগুলাে তুলে আনাে,’—গাছগুলাে কৰি তুলে আনতে বলেছেন কেন ?
(ক) পথের দু-ধারে সাজানাের জন্য
(খ) আগাছা নির্মূল করার জন্য
(গ) ওষুধ প্রস্তুত করার জন্য।
(ঘ) বাগানে বসানাের জন্য।

[২] ‘গাছগুলাে তুলে আনাে’—তারপর সেগুলিকে
(ক) টবে বসাও
(খ) ফেলে দাও
(গ) বাগানে বসাও
(ঘ) ছিড়ে ফেলাে।

[৩] ‘আমার দরকার শুধু’—কবির দরকার শুধু–
(ক) গাছ দেখে যাওয়া।
(খ) সবুজ দেখে যাওয়া
(গ) জঙ্গল দেখে যাওয়া
(ঘ) আরােগ্য কামনা করা।

[৪] ‘আমার দরকার শুধু গাছ দেখা’—এখানে আমার মানে হল-
(ক) পাঠকের
(খ) কবির।
(গ) বাগানের মালির।
(ঘ) পরিবেশবিদের।

[৫] ‘আমার দরকার শুধু….’কী দরকার?
(ক) বই পড়া
(খ) ছবি দেখা
(গ) গাছ দেখা
(ঘ) ছবি আঁকা।

[৬] শরীরে দরকার’—গাছের যে অংশটুকু শরীরে দরকার তা হল–
(ক) কাষ্ঠল অংশ
(গ) ফুল ও ফলের অংশ।
(খ) মূলের অংশ।
(ঘ) সবুজ অংশ।

[৭] ‘গাছের সবুজটুকু শরীরে দরকার’, কারণ–
(ক) শরীরের পেলবতা ফেরানাের জন্য
(খ) সতেজ হওয়ার জন্য।
(গ) সবুজ শাকসবজি শরীরের জন্য ভালাে।
(ঘ) শরীরের আরােগ্যের জন্য।

[৮] ‘গাছের____ টুকু শরীরে দরকার। শূন্যস্থানে শব্দটি
(ক) পল্লব
(খ) সরসতা
(গ) সবুজ
(ঘ) বাতাস।

[৯] ‘আমি দেখি’ কবিতায় কবি বহুদিন কোথায় যাননি—
(ক) বিদেশে
(খ) শহরে।
(গ) জঙ্গলে
(ঘ) পিত্রালয়ে।

[১০] বহুদিন জঙ্গলে যাইনি’—জঙ্গলে না গিয়ে বহুদিন–
(ক) শহরেই আছি।
(খ) গ্রামে গেছি।
(গ) পাহাড়ে গেছি।
(ঘ) সমুদ্রে গেছি।

[১১] আমি দেখি’ কবিতায় কবি বহুদিন ধরে কোথায় আছেন?
(ক) বিদেশে
(খ) বাড়িতে
(গ) জঙ্গলে
(ঘ) শহরে।

[১২] বহুদিন যেখানে না যেতে পারার জন্য কবি বেদনাহত—
(ক) গ্রামের বাড়ির বাগানে
(খ) পাহাড়ে
(গ) জঙ্গলে
(ঘ) সমুদ্রে

READ ALSO  কে বাঁচায় কে বাঁচে প্রশ্ন এবং উত্তর (Question and Answer). HS

[১৩] কবি বসবাস করেন-
(ক) মফস্সলে
(গ) শহরে
(ঘ) জঙ্গলে।
(ঘ) সমুদ্রে।

[১৪] শহরের অসুখ হাঁ করে কেবল কী খায় ?
(ক) বাতাস
(খ) কালাে ধোঁয়া
(গ) সবুজ
(ঘ) দুর্গন্ধ।

[১৫] শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়’—তার ফলে
(ক) সবুজের অনটন ঘটে
(খ) গাছ মরে যায়।
(গ) শহরের রং সবুজ হয়ে যায়
(ঘ) গ্রাম ধ্বংস হয়।

[১৬] সবুজের অনটন ঘাটে… কারণ–
(ক) শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
(খ) শহরের স্বাস্থ্য হাঁ করে কেবল সবুজ খায়
(গ) শহরের লোেক হাঁ করে কেবল সবুজ খায়
(ঘ) শহরের বাড়ি হাঁ করে কেবল সবুজ খায়।

[১৭] তাই বলি,’—কী বলেন?
(ক) সবুজ কেটো না
(খ) গাছ তুলে আনো
(গ) গাছে জল দাও
(ঘ) আকাশের দিকে তাকাও

[১৮] ‘গাছ তুলে আনো/বাগানে বসাও আমি দেখি।’– গাছ দেখি, কারণ–
(ক) গাছ ভালােবাসি
(খ) চোখ সবুজ চায়।
(গ) গাছ ফুল ফল দেয়।
(ঘ) গাছে পাখি বাসা বাঁধে।

[১৯] ‘আমি দেখি’ কবিতায় কবি দেখতে চান–
(ক) বাগানের সবুজ
(খ) প্রাকৃতিক সৌন্দর্য
(গ) ধর্মনিরপেক্ষ সমাজ
(ঘ) সৎ মানুষজন।

[২০] কবির চোখ চায়–
(ঘ) নীল।
(ক) সবুজ
(খ) হলুদ
(গ) লাল

[২১] কবির দেহ চায়—
(ক) নিশ্চিন্ত বিশ্রাম
(খ) গভীর জলে অবগাহন।
(গ) সবুজ বাগান
(ঘ) প্রকৃতির নিবিড় সান্নিধ্য।

[২২] নিমােক্ত কোম্পক্তিটি ‘আমি দেখি’কবিতার শেস পঙ্গক্তিরূপে ব্যবহূত হয়েছে ?
(ক) তাই বলি, গাছ তুলে আনাে
(খ) গাছ আনাে, বাগানে বসাও
(গ) আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার।
(ঘ) আমি দেখি।

ভাত গল্পের MCQ প্রশ্ন ও উত্তর

বনগতা গুহা – অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP Radio
WP Radio
OFFLINE LIVE